প্রশ্ন: বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
উ: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
প্রশ্ন: বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?
উ: ঢাকার আগারগাঁয়ে।
প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু কেমন?
উ: সমভাবাপন্ন।
প্রশ্ন: বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় কেন?
উ: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জন্য।
প্রশ্ন: ভৌগোলিকভাবে বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত?
উ: ক্রান্তীয় জলবায়ু অঞ্চল।
প্রশ্ন: বাংলাদেশের শীতলতম জেলা কোনটি?
উ: সিলেট।
প্রশ্ন: বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়?
উ: সিলেটের লালখানে।
প্রশ্ন: বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়?
উ: নাটোরের লালপুরে।
প্রশ্ন: বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
উ: ২০৩ সে. মি.।
প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কত?
উ: ৩৮৮ সে. মি. (সিলেটের লালখানে)।
প্রশ্ন: বাংলাদেশের সর্বনিম্ন গড় বৃষ্টিপাত কত?
উ: ১৫৪ সে. মি. (নাটোরের লালপুরে)।
প্রশ্ন: বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
উ: নাটোরের লালপুর।
প্রশ্ন: বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি?
উ: রাজশাহী।
প্রশ্ন: বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?
উ: শ্রীমঙ্গল।
প্রশ্ন: গ্রিন পিস কী?
উ: নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনের নাম।
প্রশ্ন: গ্রিন হাউজ প্রতিক্রিয়ায় বায়ুমণ্ডলের কী ধরনের পরিবর্তন হয়?
উ: তাপমাত্রা বেড়ে যায়।
প্রশ্ন: বাংলাদেশে সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা কখন কত থাকে?
উ: সর্বোচ্চ জুলাই মাসে ৯৯% সর্বনিম্ন ডিসেম্বর মাসে ৩৬%।
প্রশ্ন: গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত?
উ: ৬ ঘণ্টা আগে।
প্রশ্ন: বাংলাদেশে মোট কয়টি ঋতু?
উ: ৬টি।
প্রশ্ন: বাংলাদেশে কোন কোন ঋতুর প্রভাব বেশি?
উ: গ্রীষ্ম, শীত ও বর্ষা।
প্রশ্ন: SPARRSO কী?
উ: মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র।
প্রশ্ন: SPARRSO-এর পূর্ণরূপ কী?
উ: মহাকাশ গবেষণা ও রিমোট সেন্সিং সংস্থা।
প্রশ্ন: SPARRSO কোথায় অবস্থিত?
উ: ঢাকার আগারগাঁয়ে।
প্রশ্ন: SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন?
উ: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।
প্রশ্ন: ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি?
উ: SPARRSO।
প্রশ্ন: SPARRSO কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯৮০ সালে।
প্রশ্ন: বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম কি?
উ: BEMF (Bangladesh Environment Management Foram)।
প্রশ্ন: গ্রিন-হাউজের ক্ষতির কারণ কী?
উ: CFC গ্যাস।
প্রশ্ন: পরিবেশ আন্দোলনের সূচনাকারী কে?
উ: হেনরী ডেভিড হ্যারো (ইংল্যান্ড)।
প্রশ্ন: বায়ুমণ্ডলের কোন স্তরে ওজনের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়?
উ: স্ট্যাটোস্ফিয়ার।
প্রশ্ন: বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী?
উ: মৌসুমী বায়ু।
প্রশ্ন: বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত হয় না কেন?
উ: ভূমির ওপর দিয়ে আসা বাতাস শুষ্ক থাকে বলে।
প্রশ্ন: ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?
উ: চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
প্রশ্ন: বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
উ: এপ্রিল।
প্রশ্ন: বাংলাদেশে বর্ষাকালে গড় বৃষ্টিপাত কত?
উ: ৩০৯ সে. মি.।
প্রশ্ন: বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
উ: জানুয়ারি।
প্রশ্ন: বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?
উ: ২৫.৭০° সেলসিয়াস।
প্রশ্ন: বাংলাদেশের কোন ঋতুকে 'স্বতন্ত্র ঋতু' বলা হয়?
উ: বর্ষা ঋতুকে।